ছবি: সংগৃহীত
সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা পুনর্বহালের আদেশের বিরুদ্ধে আজ বিকেলে আবারও দেশব্যাপী ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি। ওই দাবির সঙ্গে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিও জানিয়ে আসছে আন্দোলনকারীরা।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৩টা থেকে দেশের বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালিত হবে।
এর আগে বুধবার (১০ জুলাই) কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ এ কর্মসূচির ঘোষণা দেন।
তিনি বলেন, অনেকে আমাদের স্বার্থপর বলছে। আমরা নাকি আমাদের স্বার্থের জন্য আন্দোলন করি। কিন্তু ১৯৫২ থেকে আজ পর্যন্ত সব রকম যৌক্তিক আন্দোলনে রাজপথে থাকে ছাত্ররা।
আমরা চাই এ আন্দোলন বন্ধ করার জন্য সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে একটা কমিশন গঠন করে কোটা সংস্কার করবে।
উল্লেখ্য, দেশে সরকারি চাকরিতে ২০টি গ্রেড আছে। নিয়োগ হয় মূলত ৯ম থেকে ২০তম গ্রেডে। ২০১৮ সাল পর্যন্ত এসব চাকরিতে মোট ৫৬ শতাংশ কোটা ছিল। ওই বছর ৯ম থেকে ১৩তম গ্রেডের সব কোটা বাতিল করা হয়। তবে ১৪তম থেকে ২০তম গ্রেডে কোটা আগেও ছিল, এখনো আছে। তবে সরকারি প্রতিষ্ঠান ও সংস্থাভেদে এসব পদের কোটায় কিছু ভিন্নতা আছে।
২০১৮ সালের কোটা সংস্কারের আন্দোলনে দাবি ছিল মূলত ৯ম থেকে ১৩তম গ্রেডে (প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরি) কোটা সংস্কার করা। এবার আন্দোলনকারীরা সব গ্রেডে কোটা সংস্কারের দাবি করছেন।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যে স্থিতাবস্থার আদেশ দিয়েছেন, তা ৯ম থেকে ১৩তম গ্রেডকে নিয়েই। ফলে এসব গ্রেডে কোটা আপাতত থাকছে না, যা হাইকোর্টের এক রায়ে বহাল হয়েছিল।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।