ছবি: সংগৃহীত
সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে অর্ধবেলা বাংলা ব্লকেডের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হচ্ছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বৃষ্টি উপেক্ষা করে মিছিল নিয়ে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। মোড়ে মোড়ে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ।
অন্যদিকে এ সময় ছাত্রলীগকে মিছিল করতে দেখা গেছে।
এর আগে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানীর শাহবাগের অবস্থান থেকে এ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।
উল্লেখ্য, বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত সারাদেশে সর্বাত্মক ব্লকেড কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। সকালের কর্মসূচি শুরুর পরই সুপ্রিম কোর্টের রায়ে কোটা বাতিলে হাইকোর্টের রায়ের ওপর স্থিতাবস্থা দেয়া হয়। এ রায়ের পরও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
আপন দেশ/এইউ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।