ছবি: আপন দেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যকে কেন্দ্র করে ফের উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ক্যাম্পাস। বিক্ষোভ মিছিলে হামলার খবরে গভীর রাতে উত্তাপ ছড়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে।
রোববার রাত ১১টা ৪৫মিনিটে মেয়েরা হল থেকে এবং আশপাশের মেসে থাকা ছেলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হন। এ সময় তারা ‘তুমি কে আমি কে- রাজাকার রাজাকার’, ‘রাজাকার আসছে রাজপথ কাঁপছ’, ‘ঢাবিতে হামলা কেন প্রশাসন জবাব চাই’- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
পরে রাত ১২টা ২০মিনিটে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে মিছিল বের করে রায়সাহেব বাজার হয়ে তাঁতীবাজার মোড়ে অবস্থান নেন। এতে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী।
চীন সফর নিয়ে রোববার (১৪ জুলাই) গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা hcVcYb, ‘মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? তাদের নাতিপুতিরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এটা আমার দেশবাসীর কাছে প্রশ্ন। তাদের অপরাধটা কী?’
এ বক্তব্যের জেরে বিক্ষোভ মিছিলও বের হয়।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।