Apan Desh | আপন দেশ

নটর ডেম শিক্ষার্থীদের শাপলা চত্বর অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৬, ১৬ জুলাই ২০২৪

নটর ডেম শিক্ষার্থীদের শাপলা চত্বর অবরোধ

ছবি: আপন দেশ

মতিঝিলের শাপলা চত্বরে অবরোধ ও বিক্ষোভ করছে নটর ডেম কলেজের শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে তাদের এ আন্দোলন।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১টার দিকে তারা শাপলা চত্বরে জড়ো হতে থাকে। শাপলা চত্বর কেন্দ্র করে চারপাশের রাস্তা অবরোধ করে তারা।

জড়ো হয়ে শিক্ষার্থীরা স্লোগান দেয়, চেয়েছিলাম অধিকার-হয়ে গেলাম রাজাকার, লাখো শহীদের রক্তে কেনা-দেশটা কারও বাপের না, তুমি নও আমি নই-রাজাকার রাজাকার, কে রাজাকার কে রাজাকার-তুই রাজাকার তুই রাজাকার, এসো ভাই এসো বোন-গড়ে তুলি আন্দোলন, কোটা না মেধা-মেধা মেধা, আপস না সংগ্রাম-সংগ্রাম সংগ্রাম।

নটর ডেম কলেজের শিক্ষার্থীরা জানান, গতকাল (১৫ জুলাই) সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। যারা আহত হয়েছেন তারা আমাদেরই ভাই-বোন। তাদের রক্তের দাগ বৃথা যেতে দেব না। দাবি আদায় না হলে রাজপথ ছাড়ব না।
 
তারা বলেন, এ দাবি সাধারণ শিক্ষার্থীদের। আমরা তাই সবাই রাজপথে নেমেছি। দাবি আদায় করেই রাজপথ ছাড়ব।

আপন দেশ/এইউ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়