Apan Desh | আপন দেশ

চবি খুলবে ১৮ আগস্ট

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১১:১৯, ৮ আগস্ট ২০২৪

চবি খুলবে ১৮ আগস্ট

ফাইল ছবি

দীর্ঘ এক মাস পর আগামী ১৯ আগস্ট খুলে দেয়া হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি)। ওই দিন থেকে একাডেমিক কার্যক্রম শুরু হলেও চবিতে এখন থেকেই চলছে প্রশাসনিক কার্যক্রম। এছাড়াও ১০ আগস্ট থেকে আবাসিক হলের আসন বরাদ্দের প্রক্রিয়া শুরু হবে।

বুধবার (৭ আগস্ট) রাতে অনলাইনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৫২তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 

চবি’র সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. শামীম উদ্দিন খান জানান, আগামী ১৯ আগস্ট থেকেই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হবে। এর আগেই ছাত্রছাত্রীদের হল বরাদ্দ নিশ্চিত করা হবে। 

শিক্ষার্থীরা আগামী শনিবার (১০ আগস্ট) থেকে ১৪ আগস্ট পর্যন্ত অনলাইনে হলে আসনের জন্য আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। যারা আগে একবার আবেদন করেছেন তাদের পুনরায় আবেদনের প্রয়োজন নেই। ১৭ আগস্ট আসন বরাদ্দ দেয়া হবে। হলসমূহ খুলে দেয়া হবে ১৮ আগস্ট।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনের মুখে গত ১৭ জুলাই সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়