Apan Desh | আপন দেশ

স্থগিত এইচএসসি পরীক্ষার সময়সূচি শিগগিরই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৩, ১২ আগস্ট ২০২৪

স্থগিত এইচএসসি পরীক্ষার সময়সূচি শিগগিরই

ফাইল ছবি

দেশব্যাপী অস্থিতিশীল পরিস্থিতিতে এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছিল। এ অবস্থায় স্থগিত পরীক্ষাগুলো পূর্ণ নম্বরে হবে নাকি অটো পাস দেয়া হবে। তা নিয়ে বিভিন্ন মহলে চলছে জল্পনা-কল্পনা।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, স্থগিত পরীক্ষাগুলো পূর্ণ নম্বরেই অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষার সংশোধিত সময়সূচি শিগগিরই প্রকাশ করা হবে।

সোমবার (১২ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বিষয়টি এক বিজ্ঞপ্তিতে জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোশ্যাল মিডিযায় ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাস সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রচারিত হয়েছে। যা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কর্তৃক ইস্যুকৃত নয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৪-এর স্থগিত পরীক্ষাগুলো গ্রহণের প্রস্তুতি চলছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রকাশিত ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস ও মানবণ্টন অনুযায়ী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্থগিত পরীক্ষাগুলোর সময়সূচি শিগগির স্ব স্ব বোর্ডের ওয়েবসাইট ও গণমাধ্যমে জানিয়ে দেয়া হবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার এসব বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

আপন দেশ/কেএইচ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়