Apan Desh | আপন দেশ

আগের শিক্ষাক্রমে ফিরে যাব: শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৫, ১৮ আগস্ট ২০২৪

আপডেট: ১৬:৩৫, ১৮ আগস্ট ২০২৪

আগের শিক্ষাক্রমে ফিরে যাব: শিক্ষা উপদেষ্টা

ফাইল ছবি

বর্তমান শিক্ষক দিয়ে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা কঠিন। অনেক ক্ষেত্রেই এ নতুন শিক্ষাক্রম আমাদের দেশের জন্য উপযুক্ত নয়। যতদূর পারি আগের শিক্ষাক্রমে ফিরে যাব। এসব কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।

রোববার (১৮ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

শিক্ষা উপদেষ্টা বলেন, যতদূর পারি আগের শিক্ষাক্রমে ফিরে যাব। তবে এমনভাবে এটা করা হবে। যাতে যেসব শিক্ষার্থী নতুন শিক্ষাক্রমে আছে তাদের কোনো অস্বস্তি না হয়। এ জন্য পরিমার্জন করা হবে।

শিক্ষা উপদেষ্টা আরো বলেন, নতুন শিক্ষাক্রম থেকে পুরানো শিক্ষাক্রমে রূপান্তর জটিল কাজ। কারণ অনেক শিক্ষার্থীর কাছেই নতুন বই পৌঁছে গেছে। আমরা যদি নতুন শিক্ষাক্রম পরিবর্তন করে পুরানো শিক্ষাক্রমে ফিরে যাই। তাহলে নতুন শিক্ষাক্রমের সঙ্গে সংযোগ রাখব। পুরো কাজটি পর্যায়ক্রমে করা হবে।

আপন দেশ/কেএইচ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়