ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ভর্তিচ্ছুদের দ্বিতীয় ধাপে কলেজ ও বিষয় পছন্দক্রমের ফল প্রকাশ করা হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে সংশ্লিষ্ট ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
নোটিশে বলা হয়, দ্বিতীয় ধাপে মনোনীত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে আগাম টাকা পরিশোধ করতে নির্দেশ দেয়া হয়। আগাম টাকা পরিশোধের ক্ষেত্রে গার্হস্থ্য বিজ্ঞান ইউনিটের জন্য ৫০ টাকা। অন্যান্য ইউনিটের জন্য ৩০০০ টাকা পরিশোধ করতে বলা হয়।
এতে আরো বলা হয়, যারা প্রথম ধাপের বরাদ্দের পর আগাম টাকা জমা দিয়েছে। তারা যদি কেউ দ্বিতীয় বরাদ্দে প্রাপ্ত বিষয়টিতেই পড়তে চায় অর্থাৎ অটো মাইগ্রেশন বন্ধ করতে চায়। তাহলে ৫০ টাকা অনলাইনে প্রদান করে তা বন্ধ করতে হবে। অটো মাইগ্রেশন বন্ধ করা হলে তা পুনরায় চালু করা যাবে না।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।