Apan Desh | আপন দেশ

ঢাবি শিক্ষার্থীদের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে

নি

প্রকাশিত: ২০:০৬, ১৮ সেপ্টেম্বর ২০২৪

ঢাবি শিক্ষার্থীদের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সব আবাসিক, অনাবাসিক ও দ্বৈতাবাসিক শিক্ষার্থীদের ক্যাম্পাসে অবস্থানকালে বিশ্ববিদ্যালয়ে পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। শিক্ষার্থীদের পরিচয়পত্র হারিয়ে গেলে উপযুক্ত প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ক্যাম্পাসকে বহিরাগতমুক্ত করার লক্ষ্যে শিক্ষার্থীদের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।  ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধ্যয়নরত সব আবাসিক, অনাবাসিক ও দ্বৈতাবাসিক শিক্ষার্থীদের অবগতির জানানো যাচ্ছে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ক্যাম্পাসকে বহিরাগতমুক্ত করতে দ্রুত সময়ের মধ্যে ক্যাম্পাসে অভিযান পরিচালিত হবে। সে লক্ষ্যে ক্যাম্পাসে অবস্থানকালে প্রত্যেক শিক্ষার্থীকে তাঁদের নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে। যেসব শিক্ষার্থীর পরিচয়পত্র হারিয়ে গেছে, সেসব শিক্ষার্থীকে উপযুক্ত প্রমাণপত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ করছি।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়