Apan Desh | আপন দেশ

জাবি শিক্ষার্থী পিটিয়ে হত্যায় মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৪৮, ২০ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১০:৫৪, ২০ সেপ্টেম্বর ২০২৪

জাবি শিক্ষার্থী পিটিয়ে হত্যায় মামলা

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছাত্রলীগ নেতা শামীম মোল্লা হত্যার ঘটনায় হত্যা মামলা হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ভোরে আশুলিয়া থানায় মামলাটি করা হয়।

এতে ৮ শিক্ষার্থীসহ ৩৩ জনের নামে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার নিরাপত্তা সুদীপ্ত শাহীন অভিযোগটি করেন।

সদ্য সাময়িক বহিষ্কার হওয়া ৮ শিক্ষার্থী ও এক সমন্বয়কসহ অজ্ঞাতনামা ২০/২৫ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ওরফে শামীম মোল্লাকে গণপিটুণি দেয়া হয়। পরে রাত ১২টার দিকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
 
জানা যায়, ওইদিন শামীমকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটে দেখেছিল শিক্ষার্থীরা। এসময় উপস্থিত কয়েকজন বিক্ষুব্ধ কয়েকজন তাকে মারধর করে কারাগারের প্রক্টর অফিসে নিয়ে যায়। পরে প্রক্টরিয়াল বডি তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিশনও গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে বিষয়টি তদন্ত করে ৩০ কার্যদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আপন দেশ/অর্পিতা 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়