ফাইল ছবি
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ক্লাস-পরীক্ষা বয়কটের ডাক দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) থেকে এ কর্মসূচী কার্যত চলছে।
জানা গেছে, সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে ছাত্রলীগের দুই অভিযুক্ত শিক্ষার্থী হলে উঠলে সাধারণ শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে ফুঁসে ওঠে। তীব্র ক্ষোভে বুয়েটিয়ানরা সোমবার মধ্যরাতেই ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়।
অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত ক্লাস শুরু না করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীরা।
অভিযুক্তরা বুয়েটে খুনি ছাত্রলীগ সংগঠনকে পুনর্বাসনের জন্য সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে কাজ করেছে বলে অভিযোগ রয়েছে। তাছাড়া বিভিন্ন ট্যাগ লাগিয়ে নিয়মিত সাধারণ শিক্ষার্থীদের একাডেমিক জীবন ব্যাহত করেছে বলে অভিযোগও রয়েছে এসব শিক্ষার্থীদের বিরুদ্ধে।
উল্লেখ্য, গত মার্চে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন গভীর রাতে বুয়েটে প্রবেশ করায় শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে। তখন বুয়েটে প্রায় দেড় মাস অচলাবস্থা ছিল।
খুনীদের পুনর্বাসন ও ক্যাম্পাসে অচলাবস্থা সৃষ্টিতে যারা কাজ করেছিল তাদের শাস্তির আওতায় না এনে ক্যাম্পাসে পুনর্বাসন চালাচ্ছে। এর প্রতিবাদে বুয়েট শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন।
আপন দেশ/অর্পিতা
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।