Apan Desh | আপন দেশ

৪৩তম বিসিএস থেকে ১৩৮ সহকারী শিক্ষক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৩, ২৬ সেপ্টেম্বর ২০২৪

৪৩তম বিসিএস থেকে ১৩৮ সহকারী শিক্ষক নিয়োগ

ফাইল ছবি

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে ৪৩তম বিসিএস থেকে ১৩৮ জন নন-ক্যাডার (দ্বিতীয় শ্রেণি) শিক্ষক নিয়োগ দিয়েছে সরকার। একইসঙ্গে তাদেরকে বিভিন্ন বিদ্যালয়ে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। আলাদা আদেশে ভূগোল বিষয়ে ৪০ জন, জীববিজ্ঞান বিষয়ে ৪৯ জন, বাংলা বিষয়ে ৩৪ জন এবং ধর্ম বিষয়ে ১৫ জন নিয়োগ পেয়েছেন।

নিয়োগ আদেশে বলা হয়, ৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ১৩৮ জন প্রার্থীকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে (দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার) অস্থায়ী ভিত্তিতে নিয়োগ ও পদায়ন করা হলো।

আগামী ৭ অক্টোবর সকাল ৯টায় নিয়োগপ্রাপ্তদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সরকারি মাধ্যমিক শাখায় আবশ্যিকভাবে যোগদান করতে হবে। অন্যথায় যোগদানে সম্মত নন বলে ধরে নেয়া হবে। তাদের নিয়োগ বাতিল বলে গণ্য হবে।

ভূগোল বিষয়ে প্রজ্ঞাপন দেখতে এখানে ক্লিক করুন। জীববিজ্ঞান বিষয়ে প্রজ্ঞাপন দেখতে এখানে ক্লিক করুন। বাংলা বিষয়ে প্রজ্ঞাপন দেখতে এখানে ক্লিক করুন। ধর্ম বিষয়ে প্রজ্ঞাপন দেখতে এখানে ক্লিক করুন।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়