Apan Desh | আপন দেশ

কাল এইচএসসির ফল প্রকাশ: জানুন কীভাবে পাবেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৮, ১৪ অক্টোবর ২০২৪

আপডেট: ১৭:২০, ১৪ অক্টোবর ২০২৪

কাল এইচএসসির ফল প্রকাশ: জানুন কীভাবে পাবেন

ফাইল ছবি

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রকাশিত হবে। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে মোট ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ পরীক্ষার্থী।

প্রথাবিরোধীভাবে, এবার ফলাফল ঘোষণা করবেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। সকাল ১১টায় প্রতিটি বোর্ড তাদের নিজস্ব ওয়েবসাইটে ফল প্রকাশ করবে। 

ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছেন, পূর্ববর্তী বছরগুলোতে প্রধানমন্ত্রী ফলাফল ঘোষণা করলেও এবার শিক্ষা বোর্ডগুলো নিজ নিজ উদ্যোগে ফল প্রকাশ করবে।

ফল প্রকাশের প্রক্রিয়া:

১. সকল শিক্ষাপ্রতিষ্ঠানও একই সময়ে ফল পেয়ে যাবে এবং তারা ফলাফল টানিয়ে দিতে পারবে।

২. এবারের পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লাখ ২৮ হাজার ২৮১ জন। আলিম পরীক্ষায় অংশ নিয়েছে ৮৮ হাজার ৭৬ জন। কারিগরি বোর্ডে মোট ২ লাখ ৩৪ হাজার ৪৩৩ জন পরীক্ষার্থী ছিল।


ফল প্রকাশের দিন  কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি থাকবে না। কারণ এটি ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে কলেজ ছুটি। দুর্গাপূজার চলমান ছুটি থাকলেও কলেজে কোনো ক্লাস হবে না।

ফল SMS এর মাধ্যমে পেতে কী করবেন: মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে 'এইচএসসি' লিখুন। তারপর স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর। এরপর আবার স্পেস দিয়ে রোল নম্বর এবং পরিশেষে স্পেস দিয়ে পাসের বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠান।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়