Apan Desh | আপন দেশ

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিতের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:০২, ১৪ অক্টোবর ২০২৪

আপডেট: ২০:১০, ১৪ অক্টোবর ২০২৪

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিতের ফল প্রকাশ

ফাইল ছবি

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। যেখানে ৮৩ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এবারের পরীক্ষায় পাসের হার ২৪ শতাংশ।

সোমবার (১৪ অক্টোবর) বিকেলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ১২ ও ১৩ জুলাই।

ফলের বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন—

এ বছরের ১৫ মার্চ প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। যেখানে অংশ নেন ১৩ লাখ ৪০ হাজার ৮৩৩ জন পরীক্ষার্থী। ১৫ মে প্রিলিমিনারির ফল প্রকাশিত হয়। যেখানে স্কুল ও কলেজ পর্যায়ে চার লাখ ৭৯ হাজার ৯৮১ জন উত্তীর্ণ হন। যা পাসের হার হিসেবে ৩৫ দশমিক ৮০ শতাংশ। তবে প্রিলিমিনারিতে ৮ লাখ ৬০ হাজারেরও বেশি প্রার্থী উত্তীর্ণ হতে পারেননি।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়