ফাইল ছবি
সম্মিলিত ১১টি শিক্ষাবোর্ডের মধ্যে পাসের হারে শীর্ষস্থান দখল করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। যেখানে ৯৩.৪০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এবার আলিম পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৬১৩ জন।
অন্যদিকে সবচেয়ে পিছিয়ে রয়েছে ময়মনসিংহ বোর্ড। যেখানে পাসের হার মাত্র ৬৩.২২ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৮২৬ জন।
কারিগরি বোর্ডের ফলও উল্লেখযোগ্য; এখানে ১ লাখ ১৪ হাজার ৩৮২ শিক্ষার্থীর মধ্যে ৮৮.০৯ শতাংশ পাস করেছে। ৪ হাজার ৯২২ জন জিপিএ-৫ অর্জন করেছেন।
মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় এবার ৮৫ হাজার ৫৫৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। যার মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭৯ হাজার ৯০৯ জন। এখানে ছেলেদের পাসের হার ৯২.১৬ শতাংশ। মেয়েদের ৯৪.৮৭ শতাংশ।
এ ছাড়া ৯ সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৮৫.৩৯ শতাংশ। যেখানে ৬ হাজার ৬৯৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। ঢাকা বোর্ডে পাসের হার ৭৯.২১ শতাংশ। সেখানে ৪৮ হাজার ৫৪৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা মঙ্গলবার বেলা ১১টায় নিজেদের অফিসে বসে ফল প্রকাশ করেন। ঢাকায় সমন্বিত ফল প্রকাশ করেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. তপন কুমার সরকার।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।