Apan Desh | আপন দেশ

ঢাকা বোর্ডে শিক্ষার্থীদের বিক্ষোভ, আহত ৬

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৭:৪৬, ২০ অক্টোবর ২০২৪

আপডেট: ১৭:৪৭, ২০ অক্টোবর ২০২৪

ঢাকা বোর্ডে শিক্ষার্থীদের বিক্ষোভ, আহত ৬

ছবি: আপন দেশ

এইচএসসি ফলাফল বাতিলের দাবি জানিয়ে ঢাকা শিক্ষা বোর্ডে তালা ভেঙে ঢুকে পড়েন একদল শিক্ষার্থীরা। বোর্ড ভবনের ভেতরে প্রবেশ করে বিশৃঙ্খলা করেন তারা। সেখানকার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে হাতাহাতি ঘটে। এ সময় শিক্ষার্থীদের ৬ জন গুরুতর আহত হন।

রোববার (২০ অক্টোবর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। 

জানা যায়, শিক্ষার্থীরা ২০২৪ সালে রাজধানীর বিভিন্ন কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। দুপুর ১২টার দিকে তারা শিক্ষা বোর্ডের সামনে যান। সেখানে তারা ভেতরে প্রবেশ করতে চাইল মূল ফটকে তালা দেন কর্মচারীরা। ফটকের সামনে প্রায় আধা ঘণ্টা অপেক্ষা করে এবং দ্রুত বিষয়টি নিয়ে আলোচনার জন্য আহ্বান জানান। 

পরে কেউ কোনো সাড়া না দিলে শিক্ষার্থীরা তালা ভেঙে বোর্ডের চেয়ারম্যানের কক্ষে প্রবেশ করেন। সেখানে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথাবার্তা একপর্যায়ে শিক্ষার্থীদের মারধর করা হয়।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রকাশিত ফলাফল বৈষম্যমূলক। তারা সাবজেক্ট ম্যাপিংয়ের ভিত্তিতে নতুন ফলাফল চান। 

ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান, ফলাফল তৈরি মন্ত্রণালয়ের নির্দেশনায় হয়েছে। শিক্ষার্থীদের দাবি শুনতে তিনি প্রস্তুত।

মহানগরীতে ফল প্রকাশের পর থেকেই ফল বাতিলের দাবিতে আন্দোলন চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী বোর্ডে অবস্থান নিয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়