Apan Desh | আপন দেশ

ইবির দুই বিভাগে নতুন সভাপতি 

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:২১, ২১ অক্টোবর ২০২৪

আপডেট: ২০:২৪, ২১ অক্টোবর ২০২৪

ইবির দুই বিভাগে নতুন সভাপতি 

ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই বিভাগে নতুন সভাপতি নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

সোমবার (২১ অক্টোবর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

ফার্মেসী বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। অন্যদিকে কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান।

এ বিষয়ে পৃথক দুইটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয় ১ম সংবিধির সংশোধিত ১০ (১) ধারা মোতাবেক আগামী তিন বছরের জন্য উক্ত বিভাগ দুইটির সভাপতি হিসেবে নিয়োগ প্রদান করা হলো। এ দায়িত্ব পালনের জন্য তারা নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন।

এ নিয়ে কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের শিক্ষার্থী ইসতিয়াক আহমেদ হিমেল বলেন, বিভাগের নতুন সভাপতি হিসেবে যোগদানের জন্য অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান স্যারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রত্যাশা থাকবে স্যার, তার দূরদর্শী জ্ঞান ও নেতৃত্বের মাধ্যমে বিভাগের বিদ্যমান সমস্যা সমূহ কাটিয়ে উঠার জন্য খুব দ্রুতই কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা বিশ্বাস করি স্যারের নির্দেশনায় আমাদের বিভাগ নতুন উচ্চতায় পৌঁছাবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়