Apan Desh | আপন দেশ

সমকামিতাসহ নানা অভিযোগে

ইবি শিক্ষকের চাকরিচ্যুতির দাবিতে বিক্ষোভ

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৭, ২২ অক্টোবর ২০২৪

ইবি শিক্ষকের চাকরিচ্যুতির দাবিতে বিক্ষোভ

ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধ্যাপক হাফিজুল ইসলামের চাকরিচ্যুতির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। তিনি ইবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে মিছিল বের করে। 

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মীর মোশারফ হোসেন একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সহকারী অধ্যাপক হাফিজুল ইসলামের কুশপুত্তলিকা ঝুলিয়ে তাতে জুতা নিক্ষেপ করে এবং আগুন ধরিয়ে দেন।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, হাফিজুল ইসলাম সমকামিতা সমর্থন করেন। ক্লাস চলাকালে নারী শিক্ষার্থীদের অশালীন মন্তব্যের শিকার হতে হয়। এছাড়া ছাত্রলীগের মিছিলে বাধ্যতামূলকভাবে অংশগ্রহণের জন্যও তিনি শিক্ষার্থীদের চাপ দেন বলে অভিযোগ উঠেছে।

বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীরা ‘হাফিজের ঠিকানা এ ক্যাম্পাসে হবে না’, ‘সমকামী শিক্ষক চাই না’, ‘হাফিজ হটাও, ডিএস বাঁচাও’—এ ধরনের নানা স্লোগান দেন। তাদের দাবি সহকারী অধ্যাপক হাফিজুল ইসলাম দীর্ঘদিন ধরে নারী শিক্ষার্থীদের পোশাক ও চেহারা নিয়ে অশ্লীল মন্তব্য করেন। বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের প্রতি অবমাননাকর আচরণ করেন।

এ বিষয়ে বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আশিকুর ইসলাম বলেন, হাফিজুল ইসলাম নিয়মিতভাবে শিক্ষার্থীদের মানসিকভাবে হেনস্তা করেন। তিনি সমকামিতা সমর্থন করেন। অনেক শিক্ষার্থীকে তার বাসায় ডেকে আপত্তিকর প্রস্তাব দিয়েছেন। আমরা তার স্থায়ী বহিষ্কার চাই।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ৮ অক্টোবর পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। কমিটি ইতোমধ্যে ২১ অক্টোবর শিক্ষার্থীদের অভিযোগ শুনেছে। ২২ অক্টোবর শিক্ষকদের সাক্ষ্য গ্রহণ করে। শিগগিরই তারা চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানা গেছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়