Apan Desh | আপন দেশ

ইবিতে রাষ্ট্রপতির পদত্যাগ-ছাত্রলীগ নিষিদ্ধে বিক্ষোভ

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৫, ২২ অক্টোবর ২০২৪

আপডেট: ১৫:৩৪, ২৩ অক্টোবর ২০২৪

ইবিতে রাষ্ট্রপতির পদত্যাগ-ছাত্রলীগ নিষিদ্ধে বিক্ষোভ

ছবি: আপন দেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ও ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বটতলায় সমবেত হয়ে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল বের করে। পরে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে সমাবেশ করে।

সমাবেশে বক্তারা রাষ্ট্রপতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহচর। তিনি খুনি হাসিনার দ্বারা নিয়োগপ্রাপ্ত। পদত্যাগের বিষয়ে রাষ্ট্রপতির দুই রকম বক্তব্য রয়েছে। যা দেশবাসীর জন্য বিভ্রান্তিকর। আমরা তার অবিলম্বে অপসারণ দাবি করছি।

ছাত্রসমাবেশের অন্য বক্তারা আরও বলেন, ছাত্রলীগ গত ১৫ বছর ধরে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। এ কারণে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। আমাদের ছাত্রসমাজকে সুরক্ষিত রাখতে হবে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে হবে।

প্রসঙ্গত, ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। এ ঘটনার পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতির উদ্দেশ্যে এক ভাষণে জানান, প্রধানমন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি তা গ্রহণও করেছেন। 

তবে সম্প্রতি মানবজমিনের সম্পাদক মতিউর রহমানের সঙ্গে এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন, আমি শুনেছি প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। কিন্তু তার কাছে এ সংক্রান্ত কোনো দালিলিক প্রমাণ বা নথিপত্র নেই।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়