Apan Desh | আপন দেশ

সচিবালয় থেকে ৫৩ শিক্ষার্থী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৫, ২৩ অক্টোবর ২০২৪

সচিবালয় থেকে ৫৩ শিক্ষার্থী আটক

সচিবালয়ে পুলিশভ্যানে আটককৃত ৫৩ শিক্ষার্থী। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সচিবালয়ে ঢুকে পড়া শিক্ষার্থীদের মধ্যে ৫৩ জনকে আটক করেছে পুলিশ-সেনা সদস্যরা। পুলিশের দুটি প্রিজন ভ্যানে আটককৃতদের তোলা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে সচিবালয় থেকে তাদের আটক করা হয়। এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আবার প্রকাশ এবং ফলাফলে ত্রুটি সংশোধনের দাবিতে  আন্দোলন করছিলেন তারা। 

এর আগে বেলা ৩টায় ফলাফল পুনরায় মূল্যায়নের দাবিতে বাংলাদেশ সচিবালয়ে ঢুকে পড়েন শতাধিক শিক্ষার্থী। পরে ৬ নম্বর ভবনের সামনে বিক্ষোভ করে। শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। স্লোগানে উই ওয়ান্ট জাস্টিস, শহীদ মুগ্ধের বাংলায়- বৈষম্যের ঠাঁই নাই, তুমি কে আমি কে শিক্ষার্থী, ছাত্র-ছাত্র; আপোষ না সংগ্রাম-সংগ্রাম-সংগ্রাম নানা স্লোগান দিতে থাকেন। 

তখন আন্দোলরত শিক্ষার্থীদের স্লোগান বন্ধ করতে আহবান জানানো হয়। শান্তিপূর্ণ আলোচনার আহবান জানান সচিবালয়ে দায়িত্বরত বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে তারা জানান, সমতার ভিত্তিতে ফলাফল চাই। শিক্ষাবোর্ড থেকে কাউকে ভালো ফলাফল দেয়া হয়েছে আবার কাউকে কম। অথচ আমরা ভালো লিখেছি। দ্রুত সময়ে এ ফলাফল বাতিল করতে হবে,  বঞ্চিতদের পুনরায় মূল্যায়ন করা হোক-এটাই চাই।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়