Apan Desh | আপন দেশ

সরকারকে তিন দিনের আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩০, ২৬ অক্টোবর ২০২৪

সরকারকে তিন দিনের আল্টিমেটাম

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ঢাকা কলেজ, ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজসহ ৭ কলেজের শিক্ষার্থী। ছবি: সংগৃহীত

রাজধানীর সরকারি সাত কলেজের সৃষ্ট সমস্যা সমাধানে শিক্ষা মন্ত্রণালয়ের ১৩ সদস্যের কমিটি প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য সরকারকে ৩ দিনের আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।  

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে ঢাকা কলেজের খুররম অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এ আলটিমেটামের দেয় আন্দোলনকারীরা। একইসঙ্গে নিজ নিজ কলেজ ক্যাম্পাসে তিন দিনের কর্মসূচি দিয়েছেন তারা।

রোববার (২৭ অক্টোবর) নিজ নিজ ক্যাম্পাসে গ্রাফিতি অংকন, সোমবার (২৮ অক্টোবর) সব কলেজে প্রত্যেক বিভাগে গণসংযোগ কর্মসূচি এবং মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল তিনটায় সমাবেশ।

বেশ কিছুদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত সাত কলেজ সংস্কার আন্দোলনের ব্যানারে অধিভুক্তি বাতিল ও আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা। আজ আলটিমেটাম দিলো।

সংবাদ সম্মেলনে ঢাকা কলেজ, ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ, কবি নজরুল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং তিতুমীর কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়