ইবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতির দায়িত্ব হস্তান্তর: ছবি আপন দেশ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) বিভাগের সভাপতি কার্যালয়ে এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়। সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক নুসরাত সুলতানা। বিদায়ী সভাপতি অধ্যাপক ড. মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে নবনিযুক্ত অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত করেন অধ্যাপক ড. আব্দুল বারী।
এসময় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন।
বক্তৃতা দেন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. রুহুল কে এম সালেহ, অধ্যাপক মহিব্বুল ইসলাম ও অধ্যাপক ড. আনোয়ার হোসেন প্রমুখ।
নবনিযুক্ত অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী বলেন, আমার লক্ষ্য বিভাগকে উন্নত ও সুসংগঠিত করা। সবার সহযোগিতা কামনা করছি। আমি আশা করি, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের বিভাগকে আরও এগিয়ে নিতে সক্ষম হব।
অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, বিভাগীয় চেয়ারম্যানের দায়িত্ব গুরুত্বপূর্ণ। একজন চেয়ারম্যান তার নেতৃত্বের মাধ্যমে পরিবর্তন আনতে পারেন, নতুন দিগন্তের সূচনা করতে পারেন। আজকের এ মুহূর্ত থেকে ভবিষ্যতের জন্য প্রস্তুতি শুরু করতে হবে। বিভাগের উন্নয়ন ও প্রসারের দায়িত্ব চেয়ারম্যানের। শিক্ষার্থীদের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে তুলতে হবে। আমি আপনাদের সবার জন্য শুভকামনা জানাই। আশা করি, আপনারা সবসময় সাফল্যের পথে এগিয়ে যাবেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।