ছবি: আপন দেশ
ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) -এর শিক্ষার্থীদের জন্য শিক্ষা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নানান প্রতিযোগিতা আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় নিটারের বিজনেস এন্ড ইনোভেশন ক্লাব কর্তৃক ‘ইনোভেটিভ কেস অ্যানালাইসিস’ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সোমবার (২৮ অক্টোবর) নিটারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার প্রেজেন্টেশন রাউন্ড। সকাল ১০টায় শুরু হওয়া এ আয়োজনে বিচারক হিসেবে ছিলেন নিটারের ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর (ভারপ্রাপ্ত প্রধান) রায়হান আহমেদ জয়, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আলভী আল সৃজন, লেকচারার ঐশিক ভৌমিক এবং লেকচারার মারজান হাসান নাঈম।
প্রেজেন্টেশন রাউন্ডে ১৫টি দলের মধ্যে ১১টি দল উত্তীর্ণ হয় এবং ৯টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিটি দলে ২ থেকে ৪ জন করে সদস্য ছিল। বিকেল সাড়ে চারটায় দলগুলোর প্রেজেন্টেশন শেষ হয়। বিচারকগণ তাদের প্রশ্নের মাধ্যমে দলগুলোকে যাচাই করেন। ভবিষ্যতে জাতীয় পর্যায়ের কেস চ্যালেঞ্জগুলোতে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
উল্লেখ্য, ‘ইনোভেটিভ কেস অ্যানালাইসিস’ এর মিডিয়া পার্টনার হিসেবে ছিলো নিটার সাংবাদিক সমিতি (নিসাস), ফটোগ্রাফি পার্টনার ছিলো নিটার ফিল্ম এন্ড ফটোগ্রাফি সোসাইটি ও লজিস্টিক পার্টনার ছিলো নিটার গেইমস এন্ড স্পোর্টস ক্লাব। দীর্ঘদিন পর ক্যাম্পাস স্বাভাবিক হওয়ায় শিক্ষার্থীরা এ আয়োজনে অত্যন্ত উৎসাহী ছিল। নিটারের বিভিন্ন ক্লাবের এমন উদ্যোগে আনন্দিত।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।