Apan Desh | আপন দেশ

নতুন আঙ্গিকে নিটারের সকল ক্লাব

নিটার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৩, ২৯ অক্টোবর ২০২৪

আপডেট: ১৫:০৫, ২৯ অক্টোবর ২০২৪

নতুন আঙ্গিকে নিটারের সকল ক্লাব

ফাইল ছবি

ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার)। পুঁথিগত শিক্ষার পাশাপাশি পারিপার্শ্বিক বিষয়ে দক্ষতার চর্চা ও বৃদ্ধির লক্ষ্যে নিটারের বিভিন্ন ক্লাব পুরোদমে কাজ করে চলেছে।

দীর্ঘ একমাস আন্দোলনের পর গত ৭ অক্টোবর থেকে নিটারের একাডেমিক ও প্রশাসনিক কার্যাবলী পুনরায় চালু হয়। পূজার ছুটির পর ১৯ অক্টোবর থেকে ক্লাস-কার্যক্রমও শুরু হয়েছে। শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করছে নিটারের ক্লাবগুলো।

নিটার ক্যারিয়ার ক্লাব কর্তৃক ‘স্পার্কট্যাঙ্ক’ নিটার কম্পিউটার ক্লাব কর্তৃক ‘বিজয় নিটার গেমিং ফেস্ট’ নিটার ইসলামিক সোসাইটি কর্তৃক ‘নিটার ইসলামিক কনফারেন্স’ নিটার ডিবেটিং সোসাইটি কর্তৃক ‘ডিবেট প্রিমিয়ার লীগ’ নিটার বিজনেস এন্ড ইনোভেশন ক্লাব কর্তৃক এআই বিষয়ক সেমিনার আয়োজন করছে। এসব আয়োজনে নিটার প্রশাসন সার্বিকভাবে সহযোগিতা করছে বলে জানা গেছে। 

এছাড়া আগামী ৮ নভেম্বর নিটারিয়ানদের বহুল প্রতীক্ষিত ‘হল ফেস্ট-০৫’  আয়োজিত হবে বলে জানা গেছে।

পড়াশোনার পাশাপাশি এমন উৎসবমুখর পরিবেশ ফিরে পেয়ে নিটারিয়ানরা আনন্দিত নিটারিয়ানরা। তারা ক্লাবগুলোর এমন উদ্যোগের প্রশংসা করছেন।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়