নোবিপ্রবির ছাত্র মো. মোস্তফা তারেক। ফাইল ছবি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ছাত্র মো. মোস্তফা তারেক ওরফে সিয়াম (২৪) মারা গেছেন। বুধবার (৩০ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ তিনি মারা যান।
এসব তথ্য নিশ্চিত করেন নোবিপ্রবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল জকি হোসেন।
সিয়াম নোবিপ্রবির শিক্ষা প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি নড়াইল জেলায়।
সমন্বয়ক আল জকি হোসেন বলেন, সিয়াম বিকেলে বিশ্ববিদ্যালয়ের মাঠে ফুটবল খেলছিলেন। খেলাকালীন সময়ে তার বুকে তীব্র ব্যথা অনুভূত হয়। তিনি মাঠ থেকে উঠে এসে কিছুক্ষণের মধ্যে জ্ঞান হারান। এসময় অন্যান্য ছাত্ররা তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম জানান, সিয়ামকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মৃত্যু হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। সিয়ামের সহপাঠীরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।