সিমাগো ইনস্টিটিউশনস ও হাবিপ্রবির- ফাইল ছবি
সিমাগো ইনস্টিটিউশনস র্যাঙ্কিংয়ে বিষয়ভিত্তিক তালিকায় গণিতে চতুর্থ স্থান অর্জন করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)।
গবেষণা, সামাজিক প্রভাব ও উদ্ভাবন- এ তিনটি সূচকের ফলাফল পর্যালোচনা করে ২০০৯ সাল থেকে স্পেনভিত্তিক এ প্রতিষ্ঠানটি শিক্ষা ও গবেষণা সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোর এ র্যাঙ্কিং প্রকাশ করে আসছে। প্রতিষ্ঠানটি তিনটি সূচকের ফলাফল অনুযায়ী আলাদা র্যাঙ্কিং এবং মিলিয়ে সার্বিক র্যাঙ্কিং প্রকাশ করে থাকে। সার্বিক র্যাঙ্কিং করার জন্য তারা গবেষণায় ৫০ শতাংশ, উদ্ভাবনে ৩০ শতাংশ এবং সামাজিক প্রভাবে ২০ শতাংশ পয়েন্ট দিয়ে থাকে।
র্যাঙ্কিং অনুযায়ী গবেষণা, সামাজিক প্রভাব ও উদ্ভাবন- এ তিন সূচকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবস্থান দেশে যথাক্রমে ৬৭তম, ১১তম ও ৭৬তম। আর তিনটি বিষয় মিলে বিশ্ববিদ্যালয়টির সার্বিক অবস্থান দেশে ৪৭তম। ২৩টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে গণিতে জায়গা করে নিয়ে চতুর্থ হয়ে চমক দেখিয়েছে বিশ্ববিদ্যালয়টি।
কলা ও মানবিকী, রসায়ন, গণিত, অর্থনীতি, কৃষি ও জৈবিক বিজ্ঞান, প্রকৌশলসহ সামগ্রিক তালিকার বাইরে বিষয়ভিত্তিক শীর্ষ প্রতিষ্ঠানের তালিকাও প্রকাশ করে সিমাগো ইনস্টিটিউশনস।
স্কোপাস ডাটাবেইজে মূলত কমপক্ষে ১০০টি গবেষণা প্রকাশিত হয়েছে এমন গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়কে র্যাঙ্কিংয়ে স্থান দেয় সিমাগো ইনস্টিটিউশনস।
এ প্রসঙ্গে হাবিপ্রবির গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. তরিকুল ইসলাম আপন দেশকে বলেন, বিভিন্ন সংকটের মধ্যেও আমরা এগিয়ে যাবার প্রত্যয়ে বিশ্বাসী। এ অর্জন আমাদের জন্য অবশ্যই আনন্দের। পাশাপাশি আমরা আরও অগ্রগতির দিকে ধাবিত হওয়ার জন্য কার্যক্রম পরিচালনা করতে চাই। এক্ষেত্রে আমি শিক্ষক-শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করছি।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।