Apan Desh | আপন দেশ

ইবির জার্নালিজম বিভাগে ‘নবাগত নান্দীপাঠ’ অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি 

প্রকাশিত: ১৮:৫২, ২ নভেম্বর ২০২৪

ইবির জার্নালিজম বিভাগে ‘নবাগত নান্দীপাঠ’ অনুষ্ঠিত

ছবি: আপন দেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে আয়োজন করা হয়েছে ‘নবাগত নান্দীপাঠ’ অনুষ্ঠান। শনিবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বিভাগের ক্লাসরুমে এ আয়োজন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো, রশিদুজ্জামান। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, বিভাগের প্রভাষক তন্ময় সাহা জয় ও মো. উজ্জ্বল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মায়িশা মালিহা চৌধুরী ও শান্ত শিশির।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আজ তোমরা বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম ক্লাস শুরু করেছো। যা স্মৃতিতে রয়ে যাবে। তিনি শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের সাংবাদিক হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো..রশিদুজ্জামানের বলেন, এ দেশ নতুন রূপে ফিরে এসেছে হাজারো মানুষের রক্ত বিসর্জনের মধ্য দিয়ে। অনেক ত্যাগের পরে আমরা বৈষম্য মুক্ত একটি সমাজ দেখতে পেরেছি। সাংবাদিকতা বিভাগে যারা রয়েছে এবং ভবিষ্যতে আসবে সবাই হলো অনন্য। কারণ সাংবাদিকতা পেশার সাথে জড়িত সকলেরই একটি তৃতীয় চোখ রয়েছে বা মানুষ চক্ষু রয়েছে যা দেখা যায় না। কিন্তু সকল কিছু পরিচালিত হয় সেখান থেকেই। এ ছাড়াও তিনি বিভাগকে এক অনন্য মাত্রায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। 

মায়িশা মালিহা চৌধুরী- বিভাগ: কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়