Apan Desh | আপন দেশ

চতুর্থ বারের মতো আয়োজিত হচ্ছে ‘রোড টু চ্যাম্পিয়ন’

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৫:২৩, ৪ নভেম্বর ২০২৪

চতুর্থ বারের মতো আয়োজিত হচ্ছে ‘রোড টু চ্যাম্পিয়ন’

ফাইল ছবি

টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটি (টিইএস) চতুর্থবারের মতো ‘রোড টু চ্যাম্পিয়ন’ প্রতিযোগিতার আয়োজন করছে। ২৩ অক্টোবর থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন কার্যক্রম। যা মঙ্গলবার ৫ নভেম্বর পর্যন্ত চলবে। এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।

প্রতিযোগিতায় তিনজনের একটি দল গঠন করতে হবে। এর রেজিস্ট্রেশন ফি তিনশত টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিযোগিতাটি চারটি ধাপে হবে- কুইজ চ্যালেঞ্জ, আর্টিকেল রাইটিং, পিকচার পার্সপেক্টিভ ও কেস স্টাডি চ্যালেঞ্জ। 

বিচারক হিসেবে বিভিন্ন ইন্ডাস্ট্রি ও বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য ব্যক্তিত্বদের অবস্থান সুনিশ্চিত করেছেন কর্তৃপক্ষ। প্রতিটি ধাপে উত্তীর্ণ হওয়া সাপেক্ষে প্রতিযোগীরা পরবর্তী ধাপে অংশগ্রহণ করতে পারবেন।

এবারের প্রতিযোগিতার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো ‘পঞ্চাশ হাজার’ টাকার ট্রেনিং সেশন ও পুরস্কার। ‘রোড টু চ্যাম্পিয়ন’ শিক্ষার্থীদের জন্য একটি দুর্দান্ত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। যা তাদের সমস্যা সমাধানের দক্ষতা ও টেক্সটাইল বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ বৃদ্ধিতে সহায়তা করবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়