Apan Desh | আপন দেশ

চার দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৮, ৪ নভেম্বর ২০২৪

আপডেট: ১৬:১৪, ৪ নভেম্বর ২০২৪

চার দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

নিখোঁজ মো. আব্দুর রহমান (১৫)।

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় মো. আব্দুর রহমান (১৫) নামে এক মাদ্রাসা ছাত্র ৪ দিন ধরে নিখোঁজ রয়েছে। এতে করে দুশ্চিন্তায় নির্ঘুম রাত পার করছেন তার পরিবারের সদস্যরা।

আব্দুর রহমান পাইকড়া ইউনিয়নের হাসড়া পশ্চিম পাড়া গ্রামের মো. আবুল হোসেন (মুন্সির) ছেলে। সে দারুল ইসলাম মোহাম্মদীয়া বল্লা ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র। 

নিখোঁজ আব্দুর রহমানের বড় ভাই মো. ইব্রাহিম ২ নভেম্বর রাতে কালিহাতী থানায় সাধারণ ডায়েরি করেছেন। ইব্রাহিম জানান, ১ নভেম্বর বিকেলে মাদ্রাসা থেকে অন্যান্য ছাত্রদের সঙ্গে বের হয় আব্দুর রহমান। মাগরিবের নামাজের পর মাদ্রাসায় অনুপস্থিত থাকে সে।

পরবর্তীতে হোস্টেল সুপার ইসলাম হোসেন ফোন করে জানান আব্দুর রহমানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ হওয়ার খবর জানার পর তারা বিভিন্ন স্বজনদের কাছে খোঁজ নিলেও কোথাও তার সন্ধান পায়নি। 

দারুল ইসলাম মোহাম্মদীয়া বল্লা ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সাত্তার ইবনে ইমাম বলেন, প্রতিদিনের মতো আসরের নামাজের পরে আবাসিক ছাত্রদের ফ্রি সময় দেয়া হয়। শুক্রবারেও সকল ছাত্র ফিরে এলেও আব্দুর রহমান আসেনি।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান, পুলিশ নিখোঁজ মাদ্রাসা ছাত্র আব্দুর রহমানকে খুঁজে বের করার চেষ্টা করছে।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়