ফাইল ছবি
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এগ্রোনমি বিভাগের সিনিয়র প্রফেসর ড. শফিকুল ইসলাম সিকদার। তিনি হাবিপ্রবির প্রথম প্রো ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন। রাষ্ট্রপতি ও হাবিপ্রবির চ্যান্সেলরের আদেশে তিনি ৪ বছরের জন্য এ পদে নিয়োগ পেয়েছেন।
সোমবার (৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়েছে।
প্রফেসর ড. সিকদার নাটোর জেলার অর্জুনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ আলী সিকদার, মাতার নাম মোছা. সুফিয়া খাতুন। তিনি রাজশাহী বোর্ড থেকে প্রথম শ্রেণীতে এসএসসি ও এইচএসসি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইন অ্যাগ্রিকালচার ও এমএস ইন এগ্রোনমি ডিগ্রি লাভ করেন। ২০১০ সালে দক্ষিণ কোরিয়ার জেজু ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ডেনমার্কের ইউনিভার্সিটি অব আরহাস থেকে পোস্ট ডক সম্পন্ন করেন।
চাকুরীজীবন শুরু করেন ১৯৯৭ সালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে। ১৯৯৯ সালে হাবিপ্রবির এগ্রোনমি বিভাগে যোগদান করেন। এরপর ২০০৪ সালে সহকারী অধ্যাপক, ২০০৮ সালে সহযোগী অধ্যাপক ও ২০১১ সালে প্রফেসর (গ্রেড-৩) হিসেবে পদোন্নতি পান। ২০১৬ ও ২০২৩ সালে যথাক্রমে প্রফেসর (গ্রেড-২ ও গ্রেড-১) পদে পদোন্নতি হন।
উল্লেখ্য, তিনি বিভাগীয় চেয়ারম্যান, সহকারী হল সুপার ও শরীরচর্চা শিক্ষা শাখার সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার তত্ত্বাবধানে ৬৮ জন শিক্ষার্থী এমএস ও ৩ জন শিক্ষার্থী পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। দেশে ও বিদেশে তার ৪০টি গবেষণা প্রকাশনা রয়েছে ও তিনি বিভিন্ন আন্তর্জাতিক কনফারেন্স ও ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।