Apan Desh | আপন দেশ

রাবি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৭, ৫ নভেম্বর ২০২৪

রাবি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

রাবি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা। ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। তিনদিন ব্যপী এ পরীক্ষা রাবি ক্যাম্পাস ছাড়াও দেশের চারটি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী  ১২, ১৯ ও ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। ভর্তি উপ-কমিটির সভায় সর্বসম্মতভাবে রাবি ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়ে আগামী ২০২৫ সালের ১২, ১৯ ও ২৬ এপ্রিল তারিখে ভর্তি পরীক্ষা গ্রহণের সুপারিশ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিত বলা হয়েছে, ১৪ নভেম্বর অনুষ্ঠিতব্য ভর্তি কমিটির সভায় এ সুপারিশ বিবেচনা করা হবে। ওই সভায় ভর্তি সংক্রান্ত অন্যান্য বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

আপন দেশ/কেএইচ 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়