Apan Desh | আপন দেশ

নিটারে ‘নিটার ইসলামিক কনফারেন্স’ অনুষ্ঠিত 

নিটার প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৮, ১২ নভেম্বর ২০২৪

আপডেট: ২১:৫৬, ১২ নভেম্বর ২০২৪

নিটারে ‘নিটার ইসলামিক কনফারেন্স’ অনুষ্ঠিত 

নিটার কেন্দ্রীয় মাঠে ‘নিটার ইসলামিক কনফারেন্স-২০২৪’। ছবি আপন দেশ

ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার)-এ অনুষ্ঠিত হলো ‘নিটার ইসলামিক কনফারেন্স ২০২৪’। নিটার ইসলামিক সোসাইটির আয়োজনে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১২ নভেম্বর) নিটার কেন্দ্রীয় মাঠে ‘নিটার ইসলামিক কনফারেন্স-২০২৪’ সম্পন্ন হয়। 

ইসলামিক কনফারেন্সে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি (আইইউটি)-এর গবেষণা কর্মকর্তা শায়খ মোক্তার আহমেদ। বিশেষ আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামিক বক্তা শায়খ আবু তাসমিয়া আহমেদ রফিক ও লেখক শায়খ জাকারিয়া মাসুদ। এ ছাড়া পবিত্র কিরাত পরিবেশন করেন কারি শেখ আহমেদ বিন ইউসুফ আল আজহারি, নাশিদ শিল্পী হিসেবে ছিলেন আবু উবায়দা ও মুশফিক বিন জামিল।

কনফারেন্সের উদ্বোধনে নিটারের ভারপ্রাপ্ত পরিচালক ড. মো. শাহরিয়ার সবুক্তাগিনসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ বক্তব্য দেন। বিভিন্ন বক্তা তাদের বক্তব্যে ইসলামিক মূল্যবোধ ও জীবনধারার ওপর আলোকপাত করেন। শায়খ আবু তাসমিয়া আহমেদ রফিক বর্তমান সমাজে পশ্চিমা সংস্কৃতির প্রভাব ও দ্বিচারিতার বিষয়টি তুলে ধরে সেক্যুলারিজম নিয়ে আলোচনা করেন।

কনফারেন্সের অন্যতম আকর্ষণ ছিল লাইভ কুইজ ও ওপেন বুক কুইজ প্রতিযোগিতা। আলোচনার পর পরই উপস্থিত শিক্ষার্থীদের জন্য লাইভ কুইজ অনুষ্ঠিত হয়। সেখানে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। প্রধান আলোচক শায়খ মোক্তার আহমেদ নবী ও রাসূলদের জীবন থেকে শিক্ষণীয় দিকগুলো তুলে ধরে যুবসমাজকে ইসলামের পথে চলার আহবান জানান।

পরবর্তীতে নাশীদ শিল্পীদের সুরের মূর্ছনায় খোদা ও রাসুলের প্রশংসা করেন নিটারিয়ানরা। 

এছাড়া ইসলামিক কনফারেন্সের পাশাপাশি বেশ কয়েকটি ইসলামি বুক স্টলের ও আয়োজন করা হয়। শিক্ষার্থীরা এতে আরো উৎসুক হয়ে উঠেন। সকলের জন্য সন্ধ্যার নাস্তা ও রাতে খাবারের ও আয়োজন করা হয়। নিটারিয়ানরা প্রতি বছর এমন আয়োজনে বেশ উৎসাহ দেখিয়েছেন। উক্ত ইসলামিক কনফারেন্স আয়োজনের কারণে তারা নিটার ইসলামিক সোসাইটির প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়