
ইবিতে মোরাল প্যারেন্টিং পরিবারের উদ্যোগে বৃক্ষরোপণ।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘মানবিক সমাজ’ প্রতিষ্ঠায় কাজ করা সংগঠন ‘মোরাল প্যারেন্টিং পরিবার’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের হল সংলগ্ন এলাকা, জিমনেসিয়াম ও মেডিকেল সেন্টারের আশেপাশে বৃক্ষরোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও মোরাল প্যারেন্টিং পরিবারের ‘ক্যাম্পাস গার্ডিয়ান’ অধ্যাপক ড. প্রদীপ কুমার অধিকারী ও মোরাল প্যারেন্টিং পরিবারের অন্যান্য সদস্যরা।
বৃক্ষরোপণ কর্মসূচিটি মোরাল প্যারেন্টিং পরিবারের সামাজিক কর্মকাণ্ডের প্রথম পদক্ষেপ হিসেবে নেয়অ হয়েছে। উপস্থিত সদস্যরা এ উদ্যোগকে আনন্দময় ও গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব পালনের অংশ হিসেবে বিবেচনা করেছেন।
মোরাল প্যারেন্টিং পরিবারের সদস্যরা জানান, প্রতিবছর ক্যাম্পাসে বৃক্ষরোপণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি জায়গার সবুজায়ন ঘটানোর পরিকল্পনা করেছে মোরাল প্যারেন্টিং পরিবার। এ সংগঠনটি মূলত একটি ট্রাস্ট। যা প্রতিষ্ঠার শুরু থেকেই সারা বাংলাদেশের সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। এর সদস্য সংখ্যা বর্তমানে হাজারেরও বেশি।
তারা জানান, মোরাল প্যারেন্টিং শুধুমাত্র একটি আর্থিক সহযোগিতামূলক ট্রাস্ট নয়; এটি শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন, সামাজিক দায়িত্ব পালনে উদ্বুদ্ধকরণ, বিদেশে উচ্চশিক্ষা প্রাপ্তির সহায়তা এবং নৈতিক মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আত্মপ্রত্যয়ী।
ড. মাহবুবুর রহমান এবং মোরাল প্যারেন্টিং পরিবারের অন্যান্য সদস্যদের মিলিত প্রচেষ্টায় এটি একটি শক্তিশালী সামাজিক সংগঠনে পরিণত হয়েছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।