Apan Desh | আপন দেশ

ইবিতে বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. আসাদুজ্জামান

ইবি প্রতিনিধি 

প্রকাশিত: ২০:৪৪, ১৪ নভেম্বর ২০২৪

ইবিতে বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. আসাদুজ্জামান

অধ্যাপক ড. আসাদুজ্জামান।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান। উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তাকে আগামী দুই বছরের জন্য এ পদে নিয়োগ দেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধ্যাপক ড. আসাদুজ্জামান আজ (১৪ নভেম্বর) থেকে বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন। এ নিয়োগ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৮০ (সংশোধিত ২০১০) এর ধারা ২৩ (৪) অনুযায়ী সিন্ডিকেট সভার অনুমোদন সাপেক্ষে করা হয়েছে। এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সকল সুযোগ-সুবিধা পাবেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অধ্যাপক কামরুন্নাহারকে বিজ্ঞান অনুষদের ডিন পদে দীর্ঘদিন নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করায় আন্তরিক ধন্যবাদ জানিয়েছে।

নতুন দায়িত্বপ্রাপ্ত ডিন ড. আসাদুজ্জামান বলেন, সিনিয়র শিক্ষকদের অভিজ্ঞতা ও নবীন শিক্ষকদের উদ্দীপনা কাজে লাগিয়ে বিজ্ঞান অনুষদকে আরো এগিয়ে নিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবো।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়