ছবি: আপন দেশ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
রোববার (১৭ নভেম্বর) সকাল সাড়ে সাতটায় নানা আয়োজনের মাধ্যমে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের নেতৃত্বে বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, অফিস প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশন, ৩য় ও ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতি, ভাসানী পরিষদ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠনগুলোও পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে।
উল্লেখ্য, সকাল ৮টায় তবারক বিতরণ করা হয়। বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়। সেখানে শিক্ষক-শিক্ষার্থীসহ উপস্থিত সবাই মাওলানা ভাসানীর আত্মার মাগফিরাত কামনা করেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।