Apan Desh | আপন দেশ

নতুন পাঠ্যপুস্তকে পরিবর্তন আনা হয়েছে: গণশিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৬:১৯, ১৭ নভেম্বর ২০২৪

নতুন পাঠ্যপুস্তকে পরিবর্তন আনা হয়েছে: গণশিক্ষা উপদেষ্টা

ছবি: আপন দেশ

আগামী জানুয়ারিতে বই উৎসবের প্রস্তুতি চলছে। নতুন পাঠ্যপুস্তকে কিছু পরিবর্তন আনা হয়েছে। প্রাথমিক শিক্ষার বই ছাপানোর কাজও শুরু হয়েছে। যা জানুয়ারির মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে। এ মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

তিনি বলেন, সহকারী শিক্ষকদের জন্য দশম গ্রেড প্রস্তাব অযৌক্তিক নয়। তবে বর্তমানে তা বাস্তবসম্মত নয়। প্রধান শিক্ষকরা এখনো দশম গ্রেড পাননি। সহকারী শিক্ষকরা পদোন্নতি পেলে তারা গ্রেড পরিবর্তন পাবেন।

রোববার (১৭ নভেম্বর) সিলেট বিভাগের বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে প্রশাসন গুরুত্ব সহকারে কাজ করছে। সিলেট অঞ্চলের প্রাথমিক শিক্ষার মান ময়মনসিংহের তুলনায় পিছিয়ে আছে। এমনটা গবেষণায় উঠে এসেছে। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার আহবান জানান তিনি।

তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষা অবকাঠামো উন্নয়নে এলজিইডি সক্রিয়ভাবে কাজ করছে। শিগগিরই প্রাথমিক বিদ্যালয়গুলোর অবকাঠামো মানসম্মত হবে। তা প্রশাসনের তত্ত্বাবধানে পর্যবেক্ষণ করা হবে।

উপদেষ্টা বলেন, সহকারী প্রধান শিক্ষকের ৯ হাজার ৫৭২টি নতুন পদ সৃজনের প্রক্রিয়া চলছে। সেখানে সহকারী শিক্ষকরা পদোন্নতি পেয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন।

পরে উপদেষ্টা সিলেট পিটিআই পরিদর্শন করেন। এসময় প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়