Apan Desh | আপন দেশ

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে সড়ক অবরোধ 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০১, ১৮ নভেম্বর ২০২৪

আপডেট: ১৪:০২, ১৮ নভেম্বর ২০২৪

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে সড়ক অবরোধ 

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে রেললাইন অবরোধ

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে আবারো  অবস্থান কর্মসূচি পালন করছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে তারা মহাখালী রেললাইন অবরোধ করেন। এ সময় কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে স্লোগান দেন শিক্ষার্থীরা।

মহাখালী ওভারব্রিজের নিচে রেললাইনে অবস্থান নেন কলেজটির শতাধিক শিক্ষার্থী। এতে রেল ও সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাখালী এলাকায় সৃষ্টি হয় যানজট। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। কলেজের প্রথম বর্ষের এক শিক্ষার্থী জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সড়ক থেকে সরবেন না।

অবরোধের কারণে ট্রেন অটকে পড়েছে। অবরোধ উপেক্ষা করে ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেন এগিয়ে গেলে শিক্ষার্থীরা ট্রেনটিকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকেন। এ সময় বেশ কয়েজন যাত্রীরা আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

রেলওয়ের ঢাকা কন্ট্রোল রুমের এক কর্মকর্তা জানান, ঢাকামুখী ট্রেনগুলো বসা আছে টঙ্গী ও পূবাইলে। আর ঢাকা থেকে বের হওয়া অগ্নিবীণা তেজগাঁও স্টেশনে বসে আছে।

তিনি আরও জানান, ঢাকা থেকে কয়েকটা ট্রেন ছেড়ে গেছে সেগুলো রানিংয়ে আছে। সেগুলো হলো– জয়ন্তিকা এক্সপ্রেস, কর্ণফুলী, তিতাস কমিউটর, জামালপুর এক্সপ্রেস।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘মহাখালী এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। যাতে করে অপ্রীতিকর কোনও ঘটনার সৃষ্টি না হয়। আমরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করছি, তাদের অনুরোধ করা হচ্ছে। যাতে করে তারা রেললাইন ও সড়ক থেকে সরে যান।

এর আগে, গত ২৪ অক্টোবর একই দাবিতে সড়ক অবরোধ করেন তিতুমীরের শিক্ষার্থীরা। সেদিন সকাল থেকে কলেজ ক্যাম্পাসে জড়ো হতে থাকেন তারা। পরে কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে মহাখালীর আমতলীতে গিয়ে অবস্থান নেন। এতে মহাখালীসহ আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়