নওগাঁ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত
নওগাঁ পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি ও শিক্ষা কার্যক্রম চালুর দাবিতে আন্দোলনে নেমেছেন ছাত্র-জনতা।
সোমবার (১৮ নভেম্বর) সদর উপজেলা চত্বর থেকে দাবি আদায়ে একটি মিছিল বের করেন ছাত্ররা।
মিছিলটি শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ‘নওগাঁ বিশ্ববিদ্যালয়’র অস্থায়ী ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। পরে আন্দোলনকারীরা দ্রুত নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি, ক্লাস ও পরীক্ষাসহ যাবতীয় একাডেমিক কার্যক্রম চালুর দাবি তুলে ধরে স্মারকলিপি দিতে যান। আন্দোলনের মুখে অফিস ছেড়ে বাইরে এসে স্মারকলিপিটি নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ হাছানাত আলী।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামনূর রহমান রিপনের নেতৃত্বে আন্দোলনে ছাত্র নেতা শহিদুল ইসলাম সোহাগ, সাকিব ইসলাম কাজল, আবু সালেহ জেমস, মাসুদ রানা, আবু হানিফ, যুবনেতা ডলার, ফারুক, মাসুদ, জিকু, আশরাফুল, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা রিয়াদুস সালেহীনসহ অনেকে অংশ নেন।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, গত দুই বছর হলো বিশ্ববিদ্যালয়টি স্থবির হয়ে পড়ে আছে। এখনও সিন্ডকেট গঠন হয়নি, শিক্ষার্থী ভর্তি ও পাঠদান শুরু হয়নি। এছাড়া স্থায়ী ক্যম্পাসের বিষয়টিও চূড়ান্ত করতে পারেনি কর্তৃপক্ষ। দ্রুত এসব বিষয়ে পদক্ষেপ নিতে হবে।
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ হাছানাত আলী বলেন, বিশ্ববিদ্যালের অনেক কাজ বাকি আছে। দিনরাত কাজ করে সেগুলো করার চেষ্টা করা হচ্ছে। স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে এরই মধ্যে নাম পরিবর্তনের জন্য ওপর মহলকে চিঠি পাঠানো হয়েছে।
দ্রুত একাডেমিক কার্যক্রম চালুর বিষয়টি ইউজিসির চেয়ারম্যানের কাছে তুলে ধরার আশ্বাস দেন উপাচার্য। ২০২৪-২৫ শিক্ষা বর্ষ থেকে পাঠদান শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।