ছবি: আপন দেশ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র্যাগিংয়ের অভিযোগে লালন শাহ হলের ৫ শিক্ষার্থীকে আদালতে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় র্যাগিংয়ের ঘটনায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ তারেক।
অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধে ইবি থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী। থানায় আটক ৫ (পাঁচ) শিক্ষার্থীকে স্বেচ্ছাকৃতভাবে আঘাত এবং অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শনের অপরাধ মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।
অভিযুক্ত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের সাব্বির হোসেন, শরীফ শেখ, লিমন হোসেন, কান্ত বড়ুয়া ও ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের একই বর্ষের সঞ্জয় বড়ুয়া। ভুক্তভোগীরা সবাই ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, ভর্তি হওয়ার পর থেকেই (২ নভেম্বর থেকে) সিনিয়র শিক্ষার্থীরা নিয়মিতভাবে তাদের র্যাগিং করে আসছিলেন। সোমবার রাতে অভিযুক্তরা মানসিক নির্যাতনসহ যৌন বিকৃতিমূলক আচরণ করেন। তাদের একাধিকবার অশালীন ভাষায় কথা বলতে বাধ্য করা হয়। পাঁচ ধরনের হাসি দিতে বলা হয়। বিভিন্ন অশোভন আচরণে জড়াতে বাধ্য করা হয়।
ইবি থানার ডিউটি অফিসার এসআই মেহেদী বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল থেকে শিক্ষার্থীরা হেফাজতে ছিল। আজ সন্ধায় থানা কর্তৃপক্ষ তাদের কারাগারে প্রেরণ করেছে।
লালন শাহ হল মঙ্গলবার তদন্ত কমিটি গঠন করেছে। হল প্রভোস্ট অধ্যাপক ড. আখতার হোসেনকে তদন্ত কমিটির আহবায়ক ও অধ্যাপক ও সহকারী প্রক্টর ড. ফখরুল ইসলাম, রাসুল-ই-ইলাহীকে সদস্য করা হয়। কমিটিতে উপ-রেজিস্ট্রার জিল্লুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, আবাসিক হল তদন্ত কমিটি গঠন করেছে। আমরা বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখছি। অভিযোগ প্রমাণিত হলে আমাদের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, সোমবার (১৮ নভেম্বর) মধ্যরাতে লালন শাহ হলের ৩৩০ নম্বর কক্ষে ঘটে যাওয়া এ র্যাগিংয়ের ঘটনায় অভিযুক্ত ৫ শিক্ষার্থীকে আবাসিক শিক্ষার্থীরা হাতেনাতে আটক করে। পরে তাদের থানায় সোপর্দ করা হয়েছিল৷
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।