মেহেদী হাসান রিফাতের হাতে তার লেখা ‘ChatGPT & AI Millionaire’ বই।
মেহেদী হাসান রিফাত একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। তিনি পড়াশোনার বিষয়বস্তু ও পেশাগত জীবনের মধ্যে কোনো বাধা তৈরি হতে দেননি। তার স্বপ্ন ছিল প্রচলিত পেশার বাইরে কিছু করতে। ২৬ বছর বয়সে তিনি সফল ডিজিটাল মার্কেটিং এনালিস্ট, এআই গ্রোথ মার্কেটার ও ‘MarkTech Global’ নামক একটি ডিজিটাল কনসালটেন্সি এজেন্সির প্রতিষ্ঠাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
শুরুর দিনগুলোর গল্প
রিফাতের গল্প শুরু হয়েছিল এক ছোট শহর থেকে। সেখানে বড় স্বপ্ন দেখাটা ছিল এক সাহসিকতার কাজ। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় তিনি বুঝতে পারেন যে তার আসল আগ্রহ টেকনোলজি ও ডিজিটাল মার্কেটিংয়ে। এ আগ্রহ তাকে নিয়ে যায় ‘The Marvel-Be You’ নামক বিখ্যাত ইনফ্লুয়েন্সার ম্যানেজমেন্ট এজেন্সিতে। সেখানে তিনি ডিজিটাল গ্রোথ ম্যানেজার হিসেবে কাজ শুরু করেন। কিন্তু তিনি জানতেন, শুধুমাত্র নিজের কাজের মধ্যে সীমাবদ্ধ থেকে সাফল্য পাওয়া সম্ভব নয়। তাই তিনি একের পর এক নতুন দক্ষতা অর্জন করতে থাকেন। যা তাকে ডিজিটাল মার্কেটিং ও এআই খাতে অনন্য উচ্চতায় পৌঁছাতে সাহায্য করে।
কৃত্রিম বুদ্ধিমত্তায় (AI) অনুপ্রেরণা
ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করতে করতে মেহেদী কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) বিপ্লবের দিকে আগ্রহী হন। তার শেখার অভিজ্ঞতাগুলো তিনি একটি নোটবুকে লিখে রাখতেন। তার অর্জিত জ্ঞান তিনি সবার সঙ্গে শেয়ার করতে চেয়েছিলেন। তার এ জ্ঞান ভাণ্ডার ২০২৪ সালের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয় তার প্রথম বই ‘ChatGPT & AI Millionaire’ নামে। এটি ছিল বাংলা ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নিয়ে প্রথম মৌলিক বই। যা শুধু বইমেলার সেরা বিক্রিত বই হিসেবে নয়। বরং দেশের শীর্ষ অনলাইন বই বিক্রয় প্ল্যাটফর্ম রকমারিতে সেরা বিক্রিত বইয়ের তকমাও অর্জন করে।
বাংলাদেশের প্রথম এআই ইনফ্লুয়েন্সার
মেহেদীর আরেকটি অবদান হলো- বাংলাদেশের প্রথম এআই ইনফ্লুয়েন্সার ‘Marvella’-এর উদ্ভাবন। এটি ছিল তার এক উদ্ভাবনী ধারণা। যা তিনি সফলভাবে বাস্তবায়ন করেছেন। এখন তিনি মার্ভেলাকে আরও মানবিক করে তোলার জন্য কাজ করছেন। তার সোশ্যাল মিডিয়া পরিচালনার দায়িত্বও পালন করছেন। এটি মেহেদী হাসান রিফাতের টেকনোলজিতে তার নতুন দৃষ্টিভঙ্গি। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতি ভালোবাসার একটি প্রতীক।
শিক্ষক এবং প্রশিক্ষক হিসেবে মেহেদী
কর্মক্ষেত্রে সাফল্য অর্জনের পাশাপাশি মেহেদী তার জ্ঞান অন্যদের মধ্যে ছড়িয়ে দেয়ার জন্য বিশেষভাবে মনোযোগী। বর্তমানে তিনি লিঙ্কডইন ও ডিজিটাল মার্কেটিংসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। তরুণদের জন্য তার শিক্ষা ও অভিজ্ঞতা তাদের পথচলার জন্য এক মূল্যবান সম্পদ হয়ে উঠছে।
অনুপ্রেরণার উৎস
মেহেদীর মেশিন লার্নিংয়ের প্রতি আগ্রহের উৎস ছিল মার্ভেলের সায়েন্স ফিকশন চরিত্র ‘আয়রন ম্যান’-এর ব্যক্তিগত সহকারী ‘ফ্রাইডে’। এ চরিত্রটি দেখে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতি তার আগ্রহ বাড়ে। মার্ভেল সিরিজের এ চরিত্রটি তাকে অনুপ্রাণিত করে। তারই প্রভাবে তিনি আজ বাস্তব জীবনে অসংখ্য মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছেন।
পাঠকের জন্য বার্তা
মেহেদী হাসান রিফাতের গল্পটি আমাদের শেখায় যে সাফল্য অর্জনের জন্য স্বপ্ন দেখাটাই প্রথম পদক্ষেপ। পড়াশোনা বিষয় বা শুরুর জায়গা কখনোই সাফল্যের পথে বাধা হতে পারে না। যদি একে উদ্দেশ্য ও পরিশ্রমের সঙ্গে মিলিয়ে এগিয়ে যাওয়া যায়। রিফাতের যাত্রা শুধু তার ব্যক্তিগত সাফল্যের গল্প নয়। এটি তরুণ প্রজন্মের জন্য একটি মূল্যবান পাঠ।
সত্যিকারের স্বপ্নবাজদের জন্য রিফাতের এ গল্পটি একটি বার্তা: তোমার স্বপ্ন পূরণের পথে শুধু সাহস এবং কঠোর পরিশ্রমই মূল চাবিকাঠি। শুরু করো ‘বাকিটা নিজেরাই তৈরি হয়ে যাবে’।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।