ছবি : সংগৃহীত
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ২৯ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য হাসপাতালে আরও ২০ জনের বেশি চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
রোববার (২৪ নভেম্বর) মধ্যরাতে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সংঘাতের জেরে তেজগাঁও শিল্পাঞ্চলের সড়কগুলোতে মধ্যরাত পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল।
এক শিক্ষার্থী জানান, রোববার রাত ৯টার দিকে বুটেক্সের এম আজিজ হলের সামনে টং এর দোকানে চা পান করাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে এ সংঘাত শুরু হয়। এরপর দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ, লাঠিসোটা হাতে পরস্পরকে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বুটেক্স শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২৮ জন শিক্ষার্থীকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। জরুরি বিভাগের বিভিন্ন ওয়ার্ডে তাদের চিকিৎসা চলছে। প্রাথমিকভাবে কে কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থী সে বিষয়ে জানা যায়নি
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।