Apan Desh | আপন দেশ

বরিশাল আইএইচটি অনির্দিষ্টকালে বন্ধ, ১০ শিক্ষার্থীর সাজা

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: ১২:০৯, ২৮ নভেম্বর ২০২৪

বরিশাল আইএইচটি অনির্দিষ্টকালে বন্ধ, ১০ শিক্ষার্থীর সাজা

ফাইল ছবি

আন্দোলন ঘিরে শিক্ষার্থীরা মারামারিতে জড়িয়ে পড়ায় বন্ধ ঘোষণা করা হয়েছে বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি)। হোস্টেলের গেটে তালাও দেয়া হয়েছে। মারামারির ঘটনায় জড়িত আট শিক্ষার্থীকে হোস্টেল থেকে বহিষ্কার করেছে প্রতিষ্ঠানটি।

এ ছাড়া সতর্ক করা হয়েছে আরেক শিক্ষার্থীকে। আর মাদকদ্রব্য সেবনের দায়ে আজীবন বহিষ্কার হয়েছেন আরেক শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বরিশাল আইএইচটির অধ্যক্ষ ডা. মানষ কৃষ্ণ কুন্ড বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষার্থী ও আইএইচটি সূত্রে জানা গেছে, মেডিকেল টেকনোলজিস্টদের ছয় দফা দাবি আদায়ের আন্দোলনে হাজির না হওয়া নিয়ে দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের মধ্যে বিরোধ বাধে। এক পর্যায়ে ১০ নভেম্বর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের উপর হামলা চালায় তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা। উভয় পক্ষে সংঘর্ষ হলে কয়েকজন শিক্ষার্থী আহত হয়। হাসপাতালে ভর্তি হন।

অধ্যক্ষ ডা. মানষ কৃষ্ণ কুন্ড সাংবাদিকদের বলেন, উভয় পক্ষের মারামারির ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই  কমিটির সুপারিশে আমরা ব্যবস্থা নিয়েছি। এর মধ্যে মারামারিতে জড়িত থাকায় আটজনকে হোস্টেল থেকে বহিষ্কার করা হয়েছে। একজনকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। এ ছাড়াও মাদকাসক্তির কারণে একজনকে আজীবন বহিষ্কার করে মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিতে অভিভাবককে বলা হয়েছে।

তিনি বলেন, সোমবার (২৫ নভেম্বর) এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পর দেখলাম ক্যাম্পাসের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার শঙ্কা রয়েছে। পরদিন অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত নিয়ে হোস্টেল বন্ধ ঘোষণা করেছি। বুধবার (২৭ নভেম্বর) বেলা ১২টার সময় হোস্টেল তালাবদ্ধ করে দিয়েছি।

অধ্যক্ষ আরও বলেন, আগামী ১ ডিসেম্বর থেকে নিয়মিত পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। সব কিছু বিবেচনা করে সেটিও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

এদিকে অপ্রীতিকর ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একে অপরকে দায়ী করে দুটি মামলা করেছে শিক্ষার্থীরা। 
কোতোয়ালি থানার ওসি মো. মিজানুর রহমান আপন দেশকে বলেন, বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে মারামারির ঘটনায় শিক্ষার্থীদের দুই পক্ষই মামলা করেছে। ১৫-২০ দিন আগের এ মামলাগুলোর তদন্ত চলছে। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়