Apan Desh | আপন দেশ

তরুণদের ইতিহাস-সংস্কৃতি চর্চায় এগিয়ে আসতে হবে: শিবির সভাপতি

ইসরাত জাহান, মাভাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫২, ২৮ নভেম্বর ২০২৪

আপডেট: ১৫:৫৯, ২৮ নভেম্বর ২০২৪

তরুণদের ইতিহাস-সংস্কৃতি চর্চায় এগিয়ে আসতে হবে: শিবির সভাপতি

ছবি: আপন দেশ

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম তরুণদের উদ্দেশ্যে বলেছেন, বর্তমান সময়ে আমাদের দেশে সবচেয়ে বড় সংকট হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন। ইতিহাস ও সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই। তরুণদের ঐতিহ্য ও আত্মপরিচয়ের প্রতি হীনমন্যতা না রেখে তা জীবনের প্রতিটি ধাপে ধারণ করতে হবে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী ছাত্রশিবির মাভাবিপ্রবি শাখা।বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক নবীন শিক্ষার্থী নিয়ে জেলা শিল্পকলা একাডেমীতে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।

অনুষ্ঠানটি শুরু হয় কুরআন তিলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশনের মাধ্যমে। ইসলামী ছাত্রশিবির মাভাবিপ্রবি শাখার সভাপতি এহসানুল মাহবুব জুবায়েরের সভাপতিত্ব করেন। শাখার সেক্রেটারি মো. হাফিজের সঞ্চালনায় নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুরুল ইসলাম বলেন, বর্তমান সময়ে আমাদের দেশে সবচেয়ে বড় সংকট হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন। এর মোকাবেলায় নিজেদের ইতিহাস ও সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই। আমরা যদি নিজেদের সংস্কৃতিকে ধারণ না করতে পারি, নিজেদের মূল্যবোধের যথার্থ চর্চা না করতে পারি, তাহলে এ আগ্রাসন মোকাবেলা করা সম্ভব নয়। তাই আমাদের সবাইকে নিজের ইতিহাস, ঐতিহ্য ও আত্মপরিচয়ের প্রতি হীনম্মন্যতা না রেখে সেটিকে জীবনের প্রতিটি ধাপে ধারণ করতে হবে।

তিনি আরও বলেন, আমরা ইসলামী ছাত্রশিবির নৈতিক মূল্যবোধকে সংরক্ষণ করতে চাই। ইতিহাস ও ঐতিহ্য চর্চায় আমাদের নিজস্ব ধারা সৃষ্টি করতে চাই। পাশাপাশি তরুণ প্রজন্মকে রাজনৈতিকভাবে সচেতন হতে উদ্বুদ্ধ করতে চাই। রাজনৈতিকভাবে সচেতন না হলে আমরা আধিপত্যবাদীদের হাত থেকে আমাদের দেশ ও দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে পারবো না।

এসময় বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক আহসান হাবীব ইমরোজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইলের সমন্বয়ক মনিরুল ইসলাম, শহর ছাত্রশিবিরের সভাপতি মামুন আব্দুল্লাহ, সমাজসেবক আহসান হাবীব মাসুদসহ শিবিরের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে নবীন শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী ও খাবার বিতরণের মাধ্যমে নবীনবরণ অনুষ্ঠান সমাপ্তি হয়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়