Apan Desh | আপন দেশ

নিটারে ‘Ink and Innovation’ প্রতিযোগিতায় সময়সীমা বৃদ্ধি

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৭:৫১, ১ ডিসেম্বর ২০২৪

নিটারে ‘Ink and Innovation’ প্রতিযোগিতায় সময়সীমা বৃদ্ধি

ফাইল ছবি

ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার)-এ নিটার সাইন্স সোসাইটির উদ্যোগে আয়োজিত হচ্ছে অনলাইন কন্টেন্ট রাইটিং প্রতিযোগিতা। প্রতিযোগিতার নাম ‘Ink and Innovation: A Writing Quest’।

প্রাথমিকভাবে কন্টেন্ট জমাদানের শেষ তারিখ ৩০ নভেম্বর নির্ধারিত হয়। তবে পরবর্তীতে এটি সময়সীমা বৃদ্ধি করে ৩ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

এ প্রতিযোগিতার জন্য কিছু নির্ধারিত বিষয়বস্তু রয়েছে, যেমন: নিউ ইনোভেশন, আর্টিফিশিয়াল ইনট্যালিজেন্স, গ্যালাক্সি, হাইপোথ্যাটিক্যাল অ্যানালাইসিস, রোবোটিক্স ও অটোমেশন ও ইন্ডাস্ট্রিয়াল অ্যাডাপশন। 

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য কিছু নির্দেশিকা ও নিয়মাবলীও প্রদান করা হয়েছে। যেখানে কন্টেন্টের শব্দসীমা ২০০-৫০০ শব্দ, ভাষার ক্ষেত্রে অনলাইন সোর্স ব্যবহারের বিষয়টি গুরুত্ব পেয়েছে। নির্দিষ্ট হ্যাশট্যাগ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

প্রতিযোগিতাটি ফেসবুক গ্রুপে কন্টেন্ট পোস্টের মাধ্যমে সম্পন্ন হবে। কন্টেন্টের কোয়ালিটি, লাইক, কমেন্ট ও শেয়ারের ভিত্তিতে সেরা ৩ জনকে বিজয়ী ঘোষণা করা হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে ই-সার্টিফিকেট প্রদান করা হবে। বিজয়ী ৩ জনকে ক্রেস্ট ও সার্টিফিকেট দেয়া হবে।

এমন একটি প্রতিযোগিতায় শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ দেখাচ্ছে এবং আশাবাদী, যে এর মাধ্যমে তাদের দক্ষতা প্রদর্শনের সুযোগ বৃদ্ধি পাবে। নিজেদের পারিপার্শ্বিক দক্ষতার উন্নয়ন ঘটবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়