Apan Desh | আপন দেশ

টিএসসিতে ১১ দিনব্যাপী বার্ষিক নাট্যোৎসব শুরু 

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ২৩:২৭, ৩ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২৩:২৮, ৩ ডিসেম্বর ২০২৪

টিএসসিতে ১১ দিনব্যাপী বার্ষিক নাট্যোৎসব শুরু 

ইসলাম উদ্দিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে শুরু হলো ১১দিনব্যাপী ১৮তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব ২০২৪। বিভাগের তিন দশক পূর্তি উদযাপন উপলক্ষ্যে এই উৎসবের আয়োজন করেছে থিয়েটার অ্যান্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগ।

উৎসবে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের স্নাতক সমাপনী সেমিস্টারের শিক্ষার্থীদের নির্দেশিত ১৮টি নাটক মঞ্চায়ন করা হবে।

'বুকের ভিতর দারুণ ঝড়, আজ সৃষ্টি-সুখে উল্লাস কর'-স্লোগানে মঙ্গলবার (০৩ ডিসেম্বর) সন্ধ্যায় এ উৎসবের উদ্বোধন করেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। 

সভাপতিত্ব করেন  থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারপারসন কাজী তামান্না হক।

বাংলাদেশের সংস্কৃতিতে তাৎপর্যপূর্ণ অবদানের জন্য উদ্বোধনী সন্ধ্যায় বাংলার দেশজ নাট্যের খ্যাতিমান পালাকার ইসলাম উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

কাজী তামান্না হক সিগমা বলেন, এবারের উৎসবে প্রদর্শিতব্য নাটকগুলো আমাদের সামষ্টিক জীবনের দ্রোহ, সাম্য, সম্প্রীতি ও সংহতির এক বহুত্ববোধক বাংলাদেশের রূপকল্প তুলে ধরবে বলেই আমার বিশ্বাস। এরই ধারাবাহিকতায় উদ্বোধনী মঞ্চায়ন হিসেবে বাদল সরকার রচিত, টুম্পা রাণী দাশ নির্দেশিত  ‘সুটকেস’ এবং ইসলাম উদ্দিন পালাকারের কমলা রাণীর সাগর দীঘি পালাটি পরিবেশিত হলো।

১৩ ডিসেম্বর শুক্রবার শেষ হবে ১১ দিনের এ নাট্যোৎসব।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়