ছবি : সংগৃহীত
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অনুপম সেন পদত্যাগ করেছেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য প্রফেসর কাজী শামীম সুলতানা এবং কোষাধ্যক্ষ তৌফিক সাঈদও পদত্যাগ করেছেন। শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তারা।
এ বিষয়ে পদত্যাগী উপাচার্য অনুপম সেন জানান, বার্ধক্যজনিত কারণে প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে আজ হতে দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি৷
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণের পর ২০০৬ সাল থেকে তিনি প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্যের দায়িত্ব পালন করছিলেন তিনি।
বুধবার (৪ ডিসেম্বর) থেকে প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছিল একদল শিক্ষার্থী। সেদিন তারা বিশ্ববিদ্যালয়টির জিইসি ক্যাম্পাসসহ তিনটি ক্যাম্পাসের ফটকে তালা ঝুলিয়ে দেয়।
আন্দোলনকারীরা বৃহস্পতিবারও বিশ্ববিদ্যালয়টির জিইসি ক্যাম্পাসের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করে। শনিবার আরো কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল তারা। এরপর শুক্রবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক সভায় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানদের সঙ্গে আলোচনার এক পর্যায়ে পদত্যাগের বিষয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান অনুপম সেন।
আন্দোলনকারীদের অভিযোগ ছিল, অনুপম সেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি জুলাই বিপ্লবের বিরোধী ছিলেন এবং স্বৈরাচারের দোসর, তাই তাকে পদত্যাগ করতে হবে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ অন্যান্যদের জোরপূর্বক পদত্যাগের ঘটনা ঘটলেও ব্যতিক্রম ছিল চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। সে সময় শিক্ষার্থীদের একটি অংশ ভিসির পদত্যাগের দাবি করলে বড় একটি অংশ ড. অনুপম সেনের পক্ষে ছিলেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।