Apan Desh | আপন দেশ

ঢাবিতে সন্ধ্যার পর মাইক বাজানো নিষিদ্ধ

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ১০:৪০, ৮ ডিসেম্বর ২০২৪

ঢাবিতে সন্ধ্যার পর মাইক বাজানো নিষিদ্ধ

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে মাইক বাজানো নিয়ে নতুন নির্দেশনা দেয়া হয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বজায় রাখতে সন্ধ্যা ৬টার পর উচ্চ শব্দে স্পিকার, মাইক, গাড়ির হর্ন বাজানো নিষিদ্ধ করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) রাত ১১টার দিকে প্রক্টর অফিস থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উচ্চস্বরে স্পিকার/মাইক/গাড়ির হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বজায় রাখার লক্ষ্যে সন্ধ্যা ৬টার পর টিএসসি, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, হল ও আবাসিক এলাকায় স্পিকার/মাইক ব্যবহার করে কোনো অনুষ্ঠান করা যাবে না।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও রাজু ভাস্কর্য এলাকায় উচ্চ স্বরে গান বাজানোর প্রতিবাদে রোববার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র টিএসসির মতো একটা গুরুত্বপূর্ণ এলাকায় তাদের হল দুটি অবস্থিত। এর ফলে টিএসসি অডিটোরিয়াম, রাজু ভাস্কর্য, সড়কদ্বীপসহ বিভিন্ন জায়গার হওয়া কনসার্ট, বিভিন্ন অনুষ্ঠানের সাউন্ডবক্সের উচ্চশব্দে বিরক্ত তারা। এজন্য তাদের এই কর্মসূচি।

তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের শব্দদূষণ বন্ধ এবং নিরব ক্যাম্পাস তৈরির প্রতিশ্রুতি দিতে হবে। তা না হলে তারা এখান থেকে যাবেন না।

এর পর ঘটনাস্থলে আসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। সমস্যা সমাধানের আশ্বাস দিলে প্রায় এক ঘণ্টা পর উপাচার্যের বাসভবন এলাকা ছেড়ে যান শিক্ষার্থীরা।

এরপর রাত সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দপ্তর থেকে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করে বিশ্ববিশ্ববিদ্যালয়ে উচ্চস্বরে স্পীকার/মাইক/গাড়ির হর্ণ বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়