Apan Desh | আপন দেশ

স্কুল ভর্তির লটারি আজ

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ০৯:৪৮, ১৭ ডিসেম্বর ২০২৪

স্কুল ভর্তির লটারি আজ

সরকারি-বেসরকারি বিদ্যালয়ে মোট ফাঁকা আসন ১১ লাখ ১৬ হাজার ৬৩৩টি- ফাইল ছবি

দেশের সব স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির লটারির ফল মিলবে আজ মঙ্গলবার। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে স্কুলে ভর্তির লটারি হবে। এরপর শিক্ষার্থীরা যে মোবাইল ফোনের মাধ্যমে ভর্তির আবেদন করেছে সেখানে এসএমএসে ফল জানিয়ে দেয়া হবে। এছাড়া নির্ধারিত ওয়েবসাইটেও ফল জানা যাবে। 

প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে এবার সারাদেশে প্রায় ১০ লাখ শিক্ষার্থী আবেদন করেছে। সরকারি-বেসরকারি সাড়ে পাঁচ হাজারের বেশি বিদ্যালয়ে এবার মোট ১১ লাখ ১৬ হাজার ৩৮৯ টি আসন ফাঁকা আছে। আসন সংখ্যা হিসেবে ভর্তির পরও বেসরকারি স্কুলে বহু আসন ফাঁকা থাকবে ।

মাউশি সূত্র জানায়, গত ১২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে স্কুলে ভর্তির আবেদন করার সুযোগ পেয়েছিল শিক্ষার্থীরা। ১৮ দিনে সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ৯ লাখ ৮৩ হাজার ৫৩৯ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়