মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
বিশ্ব যখন প্রযুক্তির দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে, তখনও প্রাসঙ্গিকতা কমেনি বই পড়ার। বিজয়ের মাস উপলক্ষে এ বার্তা তুলে ধরতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) রিডার জোন আয়োজন করেছে ‘এআই এর যুগে বই পড়ার প্রাসঙ্গিকতা’ শীর্ষক ওয়েবিনার।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিতব্য এ ওয়েবিনারে আলোচকগণ বই পড়ার গুরুত্ব, এআই যুগে বইয়ের ভূমিকা এবং তরুণ প্রজন্মকে বই পড়ার প্রতি উৎসাহিত করার উপায় নিয়ে আলোচনা করবেন।
ওয়েবিনারে কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. জিয়াউর রহমান। প্যানেল আলোচক হিসেবে থাকবেন বিজিই বিভাগের অধ্যাপক ড. মো. ফজলুল করিম। সেশন চেয়ার হিসেবে থাকবেন এফটিএনএস বিভাগের অধ্যাপক ড. মো. আবু জুবায়ের।
ওয়েবিনারে কী-নোট স্পিকারের আলোচনার ভিত্তিতে কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে। বিজয়ী প্রথম তিন প্রতিযোগীকে আকর্ষণীয় পুরস্কার দেয়া হবে। ওয়েবিনারটি জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।
আপন দেশ/এসএমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।