
ছবি: আপন দেশ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রদল ১০ দফা দাবি উত্থাপন করে স্মারকলিপি প্রদান করেছে। তারা ইবিতে শেখ হাসিনা পরিবারের নামে যত স্থাপনা রয়েছে সব স্থাপনার নাম পরিবর্তন করার দাবি জানানো হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি কার্যালয়ে ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বরাবর এ স্মারকলিপি প্রদান করে দলটির নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রদলের আহবায়ক শাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, যুগ্ম আহবায়ক- আনোয়ার পারভেজ, আনারুল ইসলাম, আহসান হাবিব, রোকন উদ্দিন এবং সদস্য- সাব্বির হোসেন, রাফিজ আহমেদ ও নূর উদ্দিন প্রমুখ।
ছাত্রদলের পক্ষ থেকে ১০ দফা দাবি হলো-
১. শেখ হাসিনার শাসনামলে আওয়ামী প্রশাসন বিশ্ববিদ্যালয়ের ফি তিনগুণ বৃদ্ধি করেছিল। এ অতিরিক্ত ফি শিক্ষার্থীদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে যা কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক।
২. গুচ্ছ পদ্ধতি থেকে দ্রুত বের হয়ে বিশ্ববিদ্যালয় নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের দাবি জানানো হয়েছে।
৩. ক্যাম্পাসে শেখ হাসিনা পরিবারের নামে থাকা সকল স্থাপনার নাম পরিবর্তনের দাবি জানানো হয়েছে।
৪. ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল’ থেকে মুজিব কর্ণারের নাম পরিবর্তন করার দাবি জানানো হয়েছে।
৫. ক্যাম্পাসে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালিত না হওয়া ও পর্যাপ্ত ডাস্টবিন না থাকার কারণে ক্যাম্পাসের সৌন্দর্য নষ্ট হচ্ছে। অতিরিক্ত মশার উপদ্রব সৃষ্টি হচ্ছে। তাই এসব সমস্যা সমাধানে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
৬. বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ১৬ বছর ধরে আওয়ামী দুঃশাসনের প্রতিষ্ঠাকারী স্বৈরাচারী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি করা হয়েছে।
৭. ৪ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ও গণহত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
৮. বিভিন্ন সময়ে অবকাশকালীন সময়ে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানানো হয়েছে।
৯. বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে আধুনিক চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার জন্য যথাযথ পদক্ষেপ নেয়ার দাবি জানানো হয়েছে।
১০. শহীদ জিয়া কমপ্রেক্স নির্মাণ ও ক্যাম্পাসকে ভিক্ষুক মুক্ত করার দাবি জানানো হয়েছে।
ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ বলেন, সাধারণ শিক্ষার্থীদের নিরাপদ ক্যাম্পাস গড়ার জন্য এসব দাবি উত্থাপন করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে এ ১০ দফা দাবি উত্থাপন করা হয়। আশা করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।